Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ঐতিহাসিকদের  বিশ্লেষন অনুসারে ঘাটাইল উপজেলা মধুপুরের গড় অঞ্চলের লাল মৃত্তিকার উচ্চ ভূমি ও যমুনার প্রাবন ভূমির সমন্বয়ে গঠিত। ঘাটাইল উপজেলার উত্তরে মধুপুর, উত্তর পূর্বে  ফুলবাড়িয়া ও ভালুকা, উত্তর পশ্বিমে গোপালপুর এবং দক্ষিনে কালিহাতি থানা দ্বারা ৪৫১ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে পরিবেষ্টিত ও সীমাবদ্ধ। মধুপুর গড় অঞ্চলের লাল মৃত্তিকার উচ্চ ভূমির নিদর্শন ঘাটাইল উপজেলার পূর্ব পাশ অর্থ্যৎ সন্ধানপুর, রসুলপুর, দেওপাড়া ও ধলাপাড়া অঞ্চলে এখনও বিদ্ধমান। মধুপুর ও ভাওয়াল গড় অঞ্চলের কিয়দাংশ এখনও বিদ্যমান।  তাছাড়া ও লাল মৃত্তিকায় ধান, পাট, আনারস, কলা, কাঠাঁল, হলুদ ও কচু উৎপাদিত হয়। পশ্চিমে অষ্ঠ টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের যমুনা পার্ক পর্যমত্ম নিমণাঞ্চল। অঞ্চল একসময়ে ৮/৯ মাস পানির নিচে থাকত। দক্ষিন দিকে প্রবাহিত একমাত্র নদী বংশাই।