ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের এই সময়ে উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল একটি জনপদের তথ্যভান্ডার সমৃদ্ধ সামগ্রিক বিষয়ের দর্পণ স্বরূপ। জনকল্যাণমুখী, বাস্তবধর্মী এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য উন্নয়ন কৌশল নির্ধারণের পূর্বশর্ত হচ্ছে সংশ্লিষ্ট এলাকার ভৌগলিক অবস্থা, বিদ্যমান সম্পদের প্রকৃতি, জনগোষ্ঠীর জীবনমান, আচরণ এবং চলমান বলে উন্নয়ন প্রচেষ্টাসম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সম্পদ, বিরাজমান সংকট ও সম্ভাবনার তথ্য চিত্র ডিজিটাল আকারে প্রকাশের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা সময়ের বাদকাতর একটি সুন্দর প্রসারী কল্যাণবাহী, দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ সিদ্ধান্ত। ঘাটাইল উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল এ ব্যাপারে সাহায্য করবে আশা করি।উপজেলার সার্বিক উন্নয়নে দ্রুত গতিসম্পন্ন ও তথ্যভিত্তিক একটি ওয়েব পোর্টাল জাতিকে অনেক দূর নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঘাটাইল উপজেলা তথ্য বাতায়নকে আরো সমৃদ্ধ করার জন্য আপনার সুচিন্তিত মতামত একান্ত কাম্য।
উপজেলা নির্বাহী অফিসার
ঘাটাইল, টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস